আমার আর আমার স্ত্রীর জীবন, আমাদের ছেলের প্রতিষ্ঠার পর, যেন এক অন্য রূপ ধারণ করবে। একদিকে গর্বের এক পরিপূর্ণ অনুভূতি, আর অন্যদিকে এক শূন্যতার করুণ ছায়া। আমরা সবসময় এই দিনটার স্বপ্ন দেখেছি—যখন আমাদের ছেলে নিজের পায়ে দাঁড়াবে, নিজের পরিচিতি তৈরি করবে। কিন্তু সেই দিন যতই কাছে আসে, মনে হয়, এই বাড়িটা যেন ধীরে ধীরে শূন্যতায় ডুবে যাচ্ছে।
ও তখন আর এই বাড়ির বাসিন্দা থাকবে না। হয়তো ও এক দূর দেশে যাবে, হয়তো ভারতের কোনো দূরপ্রান্তে। বাড়ি ফিরবে বছরে একবার, কিংবা দুই-তিন বছরে। তখন ওর আসাটা যেন অতিথির মতো মনে হবে। সেই উষ্ণতার অভাব নয়, বরং সময় আর দূরত্বের বেড়াজালে সম্পর্কের রূপ বদলে যাবে।
যে ফোনকলগুলো ছিল আমাদের প্রতিদিনের সান্ত্বনা, তা ক্রমশ কমে যাবে। ও নিজেকে এমন ব্যস্ত করে ফেলবে যে আমাদের সঙ্গে কথা বলার সময় হয়তো আর পাবে না। আমরা নিজেদের সান্ত্বনা দেব, “এটাই তো আমরা চেয়েছিলাম। ও যেন সফল হয়, নিজের স্বপ্নপূরণ করে।” তবুও, প্রতিদিনের সেই অনুপস্থিতি, ওর স্নেহমাখা কণ্ঠস্বর না শোনার ব্যথা, যেন আমাদের নীরবতা আরও গভীর করে তুলবে। যে বাড়িটা ছিল ওর ছোটবেলার হাসি-আনন্দের সাক্ষী, সেটাই যেন এখন এক নিস্তব্ধ মন্দিরে পরিণত হবে।
আমি আর আমার স্ত্রী সন্ধ্যাবেলায় একসঙ্গে বসে পুরনো ছবি বের করব। ছবির ভাঁজে ভাঁজে হারিয়ে যাব ওর ছোটবেলার স্মৃতিতে। ওর প্রথম হাঁটা শেখা, স্কুলের প্রোজেক্ট বানানো, ফুটবল মাঠের উচ্ছ্বাস, কিংবা ছন্দ বলে আমাদের চমকে দেওয়া—প্রতিটা মুহূর্ত যেন জীবন্ত হয়ে উঠবে আমাদের চোখের সামনে। স্মৃতি আমাদের হাসাবে, আবার চোখে জলও এনে দেবে।
যখন ও বাড়ি ফিরবে, হয়তো খুব অল্প ক’টা দিনের জন্য, তখন আমাদের মনে হবে যেন আমাদের জীবনের সব রঙ আবার ফিরে এসেছে। আমরা ওর পছন্দের খাবার বানাব, প্রতিটা মুহূর্তে ওকে ভালোবাসা দিয়ে মুড়ে দেব। ওর উপস্থিতি আমাদের ঘরটাকে আবার পূর্ণ করবে, যেন সময় থমকে গেছে। কিন্তু যখন ফেরার সময় আসবে, তখন হাসিমুখে বিদায় জানাব, চোখের কোণে জমানো অশ্রু লুকিয়ে রেখে, কারণ ও যেন কখনো বোঝে না যে আমাদের হৃদয়ে ঠিক কতটা শূন্যতা তৈরি হয়েছে।
আমাদের জীবন থেমে থাকবে না। আমরা নতুন পথ খুঁজে নেব। আমার আর আমার স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় হবে, একে অন্যকে আঁকড়ে ধরে বাকি জীবন কাটিয়ে দেব। হয়তো নতুন শখে মন দেব, হয়তো ঘুরতে যাব। তবুও, প্রতিটা সন্ধ্যায়, প্রতিটা উৎসবে, প্রতিটা নির্জন মুহূর্তে ওর স্মৃতিই আমাদের সঙ্গী হয়ে থাকবে।
তবুও, এই শূন্যতার মাঝে একটা গর্ব থাকবে। আমরা তো চেয়েছিলাম ও যেন নিজের পথ খুঁজে নেয়, সফল হয়, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজায়। আমাদের ছেলে দূরেই থাকুক, আমাদের মনের কেন্দ্রবিন্দুতে ও-ই থাকবে। আমাদের ভালোবাসা কোনোদিন ফুরাবে না। এই বাড়ি, এই হৃদয়—ওর জন্যই রয়ে যাবে, চিরকাল।
Myself and my wife's life after our son becomes established will be a blend of pride, longing, and quiet acceptance. We’ve dreamed of this day, where he will stand tall in the world, independent and successful. Yet, the thought of his absence creates a hollow ache, a silence that echoes in the corners of our hearts and home.
He will leave this house, the one that holds his childhood laughter, his dreams, and our countless shared moments. Perhaps he will live in a faraway country or a distant state in India, returning home only once in a year or maybe two or three years. When he does, it will feel like welcoming a guest—not in a way that diminishes his place in our hearts, but in the sense that time and distance will have changed the rhythm of our lives.
The daily calls and shared stories will grow sparse. He’ll be so busy building his career, chasing his dreams, and creating a life of his own. And we will tell ourselves, “This is what we wanted for him,” even as we long for the simple joy of hearing his voice or feeling his presence. The quiet will be heavy at times, and the house that once echoed with his footsteps and laughter will seem so still.
My wife and I will sit together in the evenings, looking at old photographs and reminiscing about the little boy who once clung to us for comfort. We’ll laugh through our tears, recalling his first steps, his mischief, the rhymes he sang with innocent joy, and the times he fell asleep in our arms. The memories will keep us warm, but they’ll also remind us of how much we miss him.
When he visits, even briefly, it will feel like the world has come alive again. We’ll cook his favorite meals, fuss over him, and try to hold on to every moment as if time could be paused. His laughter will once again fill our home, and for those fleeting days, we’ll feel whole. And when it’s time for him to leave again, we’ll smile through the tears, not wanting him to feel the weight of our hearts.
Our lives will not be empty, but they will change. My wife and I will lean on each other more than ever, finding strength in our bond. We’ll pick up new hobbies, perhaps travel, or immerse ourselves in the community, but always, always, our thoughts will drift back to him. Every festival, every celebration, every quiet evening will carry his essence, and we’ll wait for the phone to ring, hoping for his voice.
Yet, through it all, there will be a deep, abiding pride. This is the life we dreamed of for him—the freedom to follow his own path, to build a life filled with success and joy. And while he may be far away, he will forever remain the center of our world, the child who turned our lives into something extraordinary. He will always know that wherever he goes, we are here, his home, his unwavering support, and his endless source of love.
It's hard to imagine now, but back in 2002, smartphones were practically unheard of, at least in our circles. Social media didn’t exist, and entertainment wasn’t as instant or as accessible as it is today. In those days, school life was woven together by friendships, endless gossip, cycles rides, and the occasional, treasured photo on a camera we used to call the “digicam.” One day, I took my prized digital camera to school. It was nothing like today’s cameras, with its grainy, low-resolution images, but it was magical for us. I was in Class 11 at Chittaranjan Colony Hindu Vidyapith, Baguiati, Kolkata. I had no idea at the time that the pictures I took that day would become my only visual memories from my school days, spanning from KG to Class 12. My friends were thrilled about the camera – boys and girls alike crowded around, eager to be part of a rare moment captured on film. Everyone wanted their picture taken, smiling wide, making faces, and goofing around. But of course, we ...
Comments
Post a Comment